কয়রা খুলনা প্রতিনিধি, বিএম আলামিন ইসলাম:
খুলনার কয়রায় আইআরভি এর উদ্যোগে এবং মানুষের জন্য ফাউন্ডেশন ও ইউএন ওমেন এর সহযোগিতায় “লিঙ্গ ভিত্তিক সহিংসতা, এলাকা ভিত্তিক জলবায়ু পরিবর্তনের ফলাফল: সমস্যা চিহ্নিতকরণ এবং সমস্যা মোকাবেলায় সরকারি ও বেসরকাির প্রতিষ্ঠানের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার(৩০ অক্টোবর )সকাল ১০ টায় কয়রা উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলি বিশ্বাস, আর ও উপস্থিত ছিলেন কয়রা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মামুনুর রশিদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম, এছাড়াও আইভিআর এর কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলি বিশ্বাস তার বক্তব্যে বলেন, কয়রা সুন্দরবন এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভেড়ি বা ভাঙ্গনের আশঙ্কা থাকে বেশি। এবং বাঁধ ভেঙ্গে গেলে এলাকায় প্লাবিত হয়ে হাজার হাজার মানুষের ঘরবাড়ি পশুপাখি হাঁস মুরগি মাছের ঘের সবকিছু বিল্যান হয়ে যায়।