শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন

যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হাসিব আহমেদের নেতৃত্বে এক বিশাল র‍্যালি ও আনন্দ মিছিল

  • Update Time : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২৯৭ Time View

মাহাবুল ইসলাম পরাগ (ফুলপুর) ময়মনসিংহ:

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ২৭ অক্টোবর রোজ রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যুবনেতা হাসিব আহমেদের নেতৃত্বে এক বিশাল র‍্যালি ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফুলপুর উপজেলার অন্যতম সাবেক ছাত্র নেতা এবং উপজেলার যুব নেতা, ছাত্র রাজনীতিতে এক সময়ের রাজপথ কাপানো লড়াকু সৈনিক, ফুলপুরে বিএনপির ছাত্র রাজনৈতিক অঙ্গনে এক সময়ের তুখোর বক্তৃতায় মাঠ কাপিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করণে সফল রাজনীতিবিদ, মানুষের আস্হা এবং ভালোবাসা অর্জনে একজন সফল রাজনৈতিক বক্তা, ফুলপুরের মাটিতে বিএনপির রাজনৈতিক অঙ্গনে বিশেষ ভূমিকায় ব্যক্তিত্ব অর্জনকারী, জনদরদী, গরীরের বন্ধু, সমাজ সেবক জনগণের আস্হা ও ভালোবাসার প্রতীক, সকলের পরিচিত মুখ, এলাকার সম্মানিত ব্যক্তি, রাজনৈতিক পরিবারে বেড়ে উঠা, ফুলপুর উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী, মানবাধিকার সংগঠন “জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস অ্যান্ড ওয়েলফেয়ার” ফুলপুর শাখার সম্মানিত সভাপতি মোঃ হাসিব আহমেদের নেতৃত্বে এবং যুবনেতা আলিম এর সঞ্চালনায় উক্ত র‍্যালি ও আনন্দ মিছিলটি উৎসাহী জনতার স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ভিবিন্ন পথ প্রদক্ষিণ শেষে ফুলপুর পৌর বাসস্ট্যান্ড যাত্রী ছাউনির সামনে সমবেত হয়।

এসময় বক্তব্য রাখেন ফুলপুর উপজেলা যুব দলের অন্যতম যুবনেতা শবদুল আমিন জুয়েল। যুবনেতা আরিফুল হক আরিফ।

এছাড়াও উপস্হিত ছিলেন শ্রমিকদল নেতা মোঃ সুজন সরকার, আশিকুর রহমান আশিক, রুপসি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, যুবনেতা মোঃ সুমন মিয়া, জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস অ্যান্ড ওয়েলফেয়ার” ফুলপুর শাখার সমাজ কল্যাণ সম্পাদক ও উপজেলা সংবাদ প্রতিনিধি হাকীম এস,এম,শামীম, মোঃ ফারুক আহমেদ, মোঃ আনারুল হক সহ আরো অনেকেই।

ফুলপুর উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত নেতৃবৃন্দ ও স্হানীয় নেত্রীবৃন্দের সংক্ষিত বক্তব্য শেষে বিশাল র‍্যালি ও আনন্দ মিছিলটি হাসপাতাল রোড হয়ে দিউ বালিয়া মোড় সংলগ্ন কমিশনার রাইস মিল মাঠে সমেবেত শেষে আনুষ্ঠানিক ভাবে সমাপ্তি করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102