মোঃ জাহাঙ্গীর আলম,দিনাজপুর দক্ষিণ জেলা প্রতিনিধি
১৬ অক্টোবর বুধবার সকাল ১১টায় দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলায় সাতটি ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যাগন তাদের স্বপদ থেকে অপসারণ না করার দাবিতে ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী নিমতলা মোড়ে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধন কর্মসূচি সঞ্চালনা করেন খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য শামীম হোসেন, উক্ত মানববন্ধনে দাবির সমর্থনে বক্তব্য রাখেন ইউপি সদস্য সিরাজুল ইসলাম, তসলিম উদ্দিন, নূর ইসলাম, রবিউল ইসলাম, দীলিপ চন্দ্র, কাঞ্চন, মহিলা সদস্যঅ সুলতানা বেগম, বিউটি বেগম সহ আরো অনেকে।
মানববন্ধন কর্মসূচি শেষে বেলা সাড়ে বারোটার দিকে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে পৌরশহর প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অন্তবর্তিকালিন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারক লিপি প্রধান করেন।