কয়রা উপজেলা প্রতিনিধি,বিএম আলামিন:
ইসলাম,,আগামী প্রজন্মকে সক্ষম করি, দূর্যোগ সহনশীল ভবিষাৎ গড়ি। এই প্রতিপদ্যকে সামনে রেখে কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা, ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (১৩ অক্টোবর) সকাল ১০ টায় এ উপলক্ষে শোভাযাত্রা ,মহড়া শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জমায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম,এ হাসান,,জামায়াতের সেক্রেটারী মাওলানা সাইফুল্লাহ,প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ, কয়রা ব্লাড ব্যাংকের সভাপতি মোস্তাফিজুর রহমান সোহাগ, শিক্ষক অরবিন্দ কুমার মন্ডল, এনজিও প্রতিনিধি মোঃ মোস্তাক মাহমুদ, নিজাম উদ্দীন, ফারুক হোসেন, আঃ মজিদ, কুদরত উল্লাহ বিজু, সিপিপি সদস্য সাইফুল ইসলাম, সাদিয়া আক্তার প্রমুখ।