বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমনিরহাটে নিভৃত্য পল্লীতে পালিত হলো খ্রীষ্টিয় ধর্মের বড়দিন হলুদ সরিষা ফুল যেন প্রকৃতির অপার সৌন্দর্যের লীলা ভূমি ভূয়া সাংবাদিক ও ভূয়া কর্ণেলকে গনপিটুনি সা’দ পন্থীদের নিষিদ্ধের দাবিতে রায়পুরে বিক্ষোভ মিছিল কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন রাজনৈতিক ব্যক্তিত্ব বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু উপকূলীয় অঞ্চলে নারী-শিশুর শিক্ষা প্রসারে বড় বাঁধা জলবায়ু পরিবর্তন সখীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু টাঙ্গাইলের স্রোতস্বিনী সুন্দরী খাল যেন কাল হয়ে দাঁড়িয়েছে নাগরপুরের পাকুটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য ও বর্তমান অবস্থা রায়পুরে মাদক বিক্রয় বাধা দেওয়া মারধর ১জন আহত

বগুড়ায় বেসওয়া শাখা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

  • Update Time : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ৪৫ Time View

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:

গতকাল (১১.১০.২০২৪ ইং) বৃহস্পতিবার সন্ধ্যায় বেসওয়া বগুড়া জেলা অফিস প্রাঙ্গণে সার্জেন্ট (অবঃ) এ বি এম রেজাউল করিম হিমু এর সভাপতিত্বে এবং সার্জেন্ট (অব:) আব্দুল বাতেন এর সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াত এর মাধ্যমে বগুড়া পৌরসভা ও বগুড়া সদর উপজেলা বেসওয়া শাখা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসওয়া বগুড়া জেলা শাখা কমিটির সভাপতি সার্জেন্ট (অব:) এ কে এম আজাদ মিয়া। তিনি বলেন, বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা (বেসওয়া) একটি অরাজনৈতিক জনকল্যাণমূলক এবং গভ: রেজিস্ট্রেশনকৃত একটি সংগঠন। সবাই আমরা একই প্লাটফর্মে থাকলে সকল কিছুকে জয় করা সম্ভব। আসুন, আমরা সবাই একটি প্লাটফর্মে থাকি।।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা কমিটির সহ-সভাপতি ল্যা: কর্পো: (অব:) মোঃ আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব:) মোঃ দেলোয়ার হোসেন দুলাল।

আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা কমিটির সহ-সভাপতি ওয়া:অফিসার (অব:) মোঃ আজাদুল হক আজাদ, ওয়া:অফিসার (অব:) আলী হাসান, সার্জেন্ট (অব:) আব্দুল বারী,সার্জেন্ট (অব:) সাহাজুল,সার্জেন্ট (অব:) সাহেরুল , ওয়া:অফিসার (অব:) শরিফুল ইসলাম,সার্জেন্ট (অব:) আ: রাজ্জাক,সার্জেন্ট (অব:) আ: লতিফসহ প্রমুখ।

বগুড়া পৌরসভা ও বগুড়া সদর উপজেলা বেসওয়া পরিবারের নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক কে অভিনন্দন জানিয়ে, অবসরপ্রাপ্ত সকল সেনা সদস্যদের সু-স্বাস্থ কামনা করে অনুষ্ঠানের সভাপতি অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন‌।অনুষ্ঠান শেষে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102