এম ফজলুর রহমান খালেদ,হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
সাবেক অর্থমন্ত্রীর ছেলে রেজা কিবরিয়া কর্তৃক বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছকে নিয়ে কটূক্তির প্রতিবাদে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) বিকাল ৩ টা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতৃবৃন্দ পৌরশহরের উত্তর বাজারে এসে জড়ো হন। বাদ আসর দক্ষিণ বাস ষ্টান্ড থেকে প্রতিবাদ মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার মধ্য বাজার গোল চত্বরে প্রতিবাদ সভায় মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম (টুলু) সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ আলী ( মীর সিরাজ) পথ সভাটি সঞ্চালন করেন সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল করিম সরকার। উক্ত সভায় উপস্থিত ছিলেন চুনারুঘাট পৌর কমিটি সভাপতি আলহাজ্ব হোসাইন আলী রাজন (সাবেক চেয়ারম্যান) সিঃ সহসভাপতি মোঃ জমরুত আলী,উপজেলা বিএনপি নেতা, আতিকুল কবির, জুবায়ের কবির চৌধুরী, মাহমুদুল হাসান ফিরুজ, ফজলুর রহমান খালেদ, মতিন সরদার, এম এ রহিম,
১ নং ইউনিয়ন বিএনপির সভাপতি প্রফেসর আব্দুল হামিদ, ২ নং আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ কামরুল হাসান শামীম, বিএনপি নেতা সাব্বির চৌধুরী, লাল মিয়া আবদুল জলিল, সোহেল মহালদার,
৪ নং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফেজ হাবিব,যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ
৫ নং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মাহফুজ ৬ নং ইউনিয়ন বিএনপির সাধারণ মোজাহিদ মিয়া ৯ নং ইউনিয়ন বিএনপির সাধারণ মোঃ নুরুল আমীন সিঃ সহসভাপতি উস্তার মেম্বার, কুতুব উদ্দীন, ১০ নং ইউনিয়ন বিএনপির সাধারণ আবু তাহের লিল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা মনাফ মেম্বার, জাকারিয়া তালুকদার, কাদির মেম্বার, মতিউর রহমান টেনু,প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেনউপজেলা যুবদল নেতা রফিক তালুকদার, পৌর যুবদলের মাসুম মিয়া, , উলামা দলের সভাপতি মাওঃ আবুল কাশেম কৃষক দলের সভাপতি গিয়াসউদ্দিন ছাত্র দলের নেতৃবৃন্দ প্রমুখ।
বক্তারা হবিগঞ্জ পৌরসভার সাবেক ৩ বারের নির্বাচিত মেয়র ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জননেতা আলহাজ্ব জিকে গউছকে নিয়ে ড. রেজা কিবরিয়ার কটূক্তিমূলক বক্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অনতিবিলম্বে রেজা কিবরিয়াকে প্রকাশ্যে ক্ষমা চাইতে ও কটূক্তিমূলক বক্তব্য প্রত্যাহারের দাবী জানান।