সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃমোঃ আবু বকর সিদ্দিক (অপু)
টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হারুন মিয়া(৪৫) নামের এক কাঠমিস্ত্রীর মৃত্যু হয়েছে।মঙ্গলবার(৮ অক্টোবর) উপজেলার বড়চওনা বাজারে এ ঘটনা ঘটে।
নিহত হারুন উপজেলার কুতুবপুর বিন্নরীপাড়া গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে। কাঠমিস্ত্রী হারুনের সহযোগী রাসেল মিয়া জানান, হারুন ভাই সহ আমরা ৩ জন বড়চওনা বাজারে একটি ঘরের চালে কাজ করছিলাম।
এসময় হঠাৎ কিছু বুঝে উঠার আগেই হারুন ভাই বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে আশেপাশের লোকজনের সহায়তায় তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।