বেরোবি প্রতিনিধি :মাসিকুল হাসান সোহেল:
বেরোবিতে (বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে( এমসিজে) শিক্ষার্থীদের নিয়ে ‘মোবাইল জার্নালিজম ও সামাজিক যোগাযোগ মাধ্যম’ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ অক্টোবর) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নিজস্ব ক্লাসরুমে এই সেমিনারের আয়োজন করা হয়। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান জনাব তাবিউর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মিডিয়া ও কমিউনিকেশন বিভাগের অধ্যাপক ড. কাবিল খান জামিল। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান মো: রকিব আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মো: রহমতুল্লাহ,উপস্থিত ছিলেন বেরোবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক জনাব সরোয়ার আহমেদ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক শোয়েবুর রহমান শোয়েব।
কাবিল খান জামিল বলেছেন বর্তমান সময়ে সংবাদকে সংজ্ঞায়ন করলে মোবাইল শব্দটি আগে আসে, ‘নিউজ ইজ মোবাইল, নিউজ ইজ সোশ্যাল মিডিয়া/ মোবাইল ইজ সোশ্যাল মিডিয়া হিসেবে। আধুনিক সাংবাদিকতায় মোবাইল ফোনের অবদান অপরিহার্য। মোবাইল ফোন সাংবাদিকতার গতি প্রকৃতি বদলে দিয়েছে । বর্তমান সময়ে শুধুমাত্র মোবাইল ফোন ব্যবহার করে সংবাদ সংগ্রহ করা, এডিট করা,কনটেন্ট তৈরি করা সম্ভব,গল্প বানানো সম্ভব । সময়ের সঙ্গে তাল মেলাতে শিক্ষার্থীদের মোবাইল ফোনে প্রয়োজনীয় কয়েকটি অ্যাপ ইনস্টল এবং আনুষঙ্গিক উপকরণ ব্যবহারের দক্ষতা বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করেছেন তিনি।”
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান, তাবিউর রহমান তার সমাপনী বক্তৃতায় অধ্যাপক ড.কাবিল খান জামিল ও রকিব আহমেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং আগামীতে আরও এ ধরনের সেমিনার এর আয়োজন করবেন বলে আশা ব্যক্ত করেছেন ।