আরিফ হোসেন রুদ্র (রায়পুর, লক্ষ্মীপুর):
দীর্ঘ ১৬ বছর পর লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপি ও সকল সহযোগী অংগ সংগঠন সমূহের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। (২৪ সেপ্টেম্বর) মঙ্গলবার বিকেলে রায়পুর উপজেলার ৩নং চরমোহনা ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ হক্কানী জামে মসজিদ প্রাঙ্গণে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।
বিএনপি নেতা কাজী আব্দুর রহমানের উদ্দ্যোগে ৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি আবু কালামের সভাপতিত্বে এবং রায়পুর উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক জালাল উদ্দীন রানার সঞ্চালনায় মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মিঠু।
মিলন মেলায় বক্তব্য দানকালে রায়পুর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মিঠু বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে দেশের মানুষের স্বাধীনভাবে কথা বলার অধিকার ছিল না। কেউ প্রতিবাদ করলে গুম, খুন না হয় কারাগারে বন্দি করে রাখা হতো। জাতীয় নির্বাচন থেকে স্থানীয় পর্যায়ের প্রতিটি নির্বাচনে কখনো রাতে বা কখনো দিনে ভোট চুরি করে বিনা ভোটে ক্ষমতা নিতো। তারা দূর্নীতি আর ক্ষমতার অপব্যবহার করে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। তাদের বিরুদ্ধে কেউ কথা বললে রাজাকার উপাধি দিয়ে তাদের উপরে হামলা করা হতো।
তারা প্রশাসনকে দলীয় হাতিয়ার হিসেবে ব্যবহার করতো। তাদের কারণে দেশে খাদ্যদ্রব্যসহ সকল পণ্যের দাম বেড়েছে বহু গুন।তিনি আরো বলেন, অবৈধ খুনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে ধ্বংস করে দেশ থেকে পালিয়েছে। বিএনপির নেতাকর্মীরা দেশের মানুষের পাশে থাকে, তারা কখনো জনগণকে ছেড়ে পালিয়ে যায় না।
এসময় বিএনপি ও সকল সহযোগী অংগ সংগঠন সমূহের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।