এম ফজলুর রহমান খালেদ:
বাংলাদেশ শিক্ষানবিশ আইনজীবী ও আইনশিক্ষার্থী ঐক্য পরিষদ ৫ দফার দাবীতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসুচী পালন করছে।
গত ১৭ সেপ্টেম্বর হতে লাগাতার কর্মসূচী পালন করে আসছে শিক্ষানবিশ আইনজীবী ও আইন শিক্ষার্থী ঐক্য পরিষদ।
জাতীয় প্রেস ক্লাবের সামনে যে ৫ দফা দাবীকে সামনে রেখে তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন সেগুলো হলো-
১, বিতর্কিত ও দুর্নীতিযুক্ত বৈষম্য মুলক লিখিত পরীক্ষা বাতিল করতে হবে।
২, এমসিকিউ তে পাস মার্ক ৪০ করতে হবে (কোন নেগেটিভ মার্ক থাকবে না)।
৩, যারা একবার এমসিকিউ পাশ করেছে তাদেরকে শুধু মাত্র ভাইভা নিয়ে সনদ দিতে হবে।
৪, এমসিকিউ ও ভাইভা এর মাধ্যমে সনদ প্রদান করতে হবে।
৫, প্রতি বছর দুই বার পরীক্ষা নিতে হবে। (জানুয়ারী- জুলাই)।
এছাড়া তাদের আরও একটি বিশেষ দাবী- চলতি ২০২৪ সালের ভিতরে একটি জুডিশিয়ারি মুক্ত বার কাউন্সিল পরীক্ষা সম্পম্ন করা।
উল্লেখ্য যে, প্রথম দিকে শিক্ষানবিশ আইনজীবী দেলোয়ার হোসেন ও রানি আন্দোলন শুরু করলেও এখন তাদের যোগ দিয়েছেন আইনশিক্ষার্থীদের অন্যতম নেতা মাহমুদুল হাসান। এতে আন্দোলন যেন নতুন করে প্রাণ সঞ্চার হয়েছে।
আন্দোলনকর্মীরা বলেন, বাংলাদেশ বার কাউন্সিল ও অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল স্যারের মাধ্যমে প্রায় ৭০ হাজার শিক্ষা নবিশ আইনজীবীদের দাবী দাওয়ার সুন্দর একটা সমাধান যেন হয়।
ওরা আরও বলেন, গত ২৫ আগষ্ট বার কাউন্সিল এর চেয়ারম্যান ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ইসলামের সাথে আন্দোলনকর্মীদের একটি প্রতিনিধি দল দেখা করে আসলেও প্রায় ১ মাস অতিবাহিত হয়ে গেল তবু এর কোন সমাধান হয়নি কেন?