খুলনা ব্যুরো:
খুলনার কয়রায় দলিয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কয়রা উপজেলা বিএনপির সদস্য সচিব বাবুলকে বহিষ্কার করা হয়েছ।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানান হয়।
বার্তাটিতে বলা হয়, দলের শৃঙ্খলা ভঙ্গ, সহিংস কর্মকান্ড এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য খুলনা জেলাধীন কয়রা উপজেলা বিএনপি’র সদস্য সচিব নুরুল আমিন বাবুল-কে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
তার বহিষ্কারের খবর ছড়িয়ে পড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির ত্যাগী নেতা কর্মী,স্থানীয় ব্যবসায়ী ,সাধারণ জনগ্ণ,সুশিল সমাজ দলিয় এই সিদ্ধান্ত কে সাধুবাদ জানিয়েছেন।