শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৩ অপরাহ্ন

তারাকান্দায় প্রাইভেটকার সিএনজির সংঘর্ষে নিহত-২

  • Update Time : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯১ Time View

ময়মনসিংহের তারাকান্দায় প্রাইভেটকার ও সিএনজির সংঘর্ষে সিএনজি চালকসহ দুইজন নিহত হয়েছে।এবং অপরাপর দুই সিএনজি যাত্রী আহত হবার ঘটনা ঘটেছে।আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন স্থানীয়রা।তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।

২০ সেপ্টেম্বর (শুক্রবার)সকাল সাড়ে ১০ টায় ময়মনসিংহ-হালুয়াঘাট আঞ্চলিক সড়কের তালদিঘী পশ্চিমপাড়া নামক স্থানে এই সড়ক দূর্ঘটনাটি ঘটে।

তারাকান্দা থানা পুলিশের এসআই ও সেকেন্ড অফিসার লিটন চন্দ্র পাল জানান,ময়মনসিংহ-হালুয়াঘাট আঞ্চলিক সড়কের পশ্চিম তালদিঘী নামকস্থানে অজ্ঞাত একটি দ্রুতগতির প্রাইভেটকার চলন্ত অবস্থায় সিএনজিটির পিছনে ধাক্কা দিলে সিএনজিটি মারাত্নকভাবে উল্টে যায়।

এ সময় ঘটনাস্থলেই মারা যান সিএনজিটির চালক মো.রব মিয়া(২২)।এই ঘটনায় গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের পর সেখানে দুপুর সাড়ে ১২ টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিএনজিটির যাত্রী রাহাত হোসেন(৩২)।

নিহত সিএনজি চালক রব মিয়া তারাকান্দা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আ.কাদিরের পুত্র এবং রাহাত হোসেন ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া গ্রামের রজব আলীর পুত্র।

আহতরা হলেন-ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই গ্রামের আবু সাঈদের মেয়ে তানজিলা (৩৬) এবং মজিবর রহমানের মেয়ে তাসলিমা (৪০)।

বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানা অফিসার ইনচার্জ মো.ওয়াজেদ আলী জানান,দূর্ঘটনাটি সংগঠনের পর থানা পুলিশের সহায়তায় নিহত সিএনজি চালকের লাশ এবং সিএনজিটি থানা হেফাজতে আনা হয়।এদিকে হাসপাতালে মারা যাওয়ায় রাহাত হোসেনের লাশটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

রব মিয়ার লাশটি আত্নীয়স্বজনের আবেদনের প্রেক্ষিতে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।ঘাতক প্রাইভেটকারটিকে আটক করা সম্ভব হয়নি।আইনানুগ সকল প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102