মাহাবুল ইসলাম পরাগ,ফুলপুর ময়মনসিংহ:
ফুলপুর উপজেলা দেউলা গ্রামে জন্মগ্রহণ করেন শাহ্ আকরাম হোসেন স্যার তিনি বাহাদুরপুর আঞ্জুমান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন ।
নিজেকে ধন্য মনে করছি যে, আমি আপনার ছাত্র। আপনার আদর্শ বেঁচে থাকবে শত সহস্র শিক্ষার্থীর মাঝে।
আপনার সবগুলো গুণ বলে শেষ করা যাবে না।একজন প্রধান শিক্ষক হিসেবে আপনার যে নিয়মানুবর্তিতা ছিল,সেটা বিরল।প্রতিদিন অ্যাসেম্বলি ক্লাস(বৃষ্টির দিনে ক্লাস রোমেও অ্যাসেম্বলি দিয়ে পাঠদান শুরু হতো)।প্রতিদিন সঠিক সময় ক্লাস শুরু,আবার সঠিক সময়ে সমাপ্তি।পড়াশোনার ক্ষেত্রে তিল পরিমাণ ছাড়ও ছিল না।
আপনার সান্নিধ্যে সত্যিই আজ আমি গর্বিত।পরিশেষে একটি কথাই বলি,যেখানে থাকেন,সব সময় ভাল থাকবেন।আপনার প্রতি দোয়া ও ভালবাসা অফুরান প্রিয় স্যার শাহ্ আকরাম হোসেন সাবেক প্রধান শিক্ষক,বাহাদুরপুর আঞ্জুমান উচ্চ বিদ্যালয়, ফুলপুর,ময়মনসিংহ।