
মো:আমিনুল ইসলাম,কুমিল্লা জেলা প্রতিনিধি:
কুমিল্লা জেলার মুরাদনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে মিলাদুন্নবী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই শোভাযাত্রায় শত শত মুসলমান অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আল্লাহু চত্বরে এসে মিলাদ ও দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।
মুরাদনগর উপজেলা শাখার তরিকত ঐক্য পরিষদের আয়োজনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি মোঃ হানিফ মিয়া, সাধারণ সম্পাদক মনিরুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ এতে বক্তব্য রাখেন।বক্তারা বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ)-এর জীবন ও কর্মের ওপর আলোকপাত করে তাঁর শিক্ষা ও আদর্শের প্রতি অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানান।
মুরাদনগরবাসীসহ বিভিন্ন এলাকার মুসলমানরা এই জশনে মিলাদে অংশগ্রহণ করে তাঁদের নবী প্রেমের পরিচয় দেন।অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন: কাঙ্গাল মনির, কোরবান মিয়া, শাহিন মিয়া, কবির হোসেন, জসিম সেক্রেটারী, জাকির হোসেনসহ অসংখ্য রাসূলে আশেকান।মাওলানা হান্নান শাহ অনুষ্ঠানটি পরিচালনা করেন এবং দোয়া ও মিলাদ পরিচালনা করেন।
এই জশনে মিলাদুন্নবী মুরাদনগরবাসীর জন্য একটি ধর্মীয় উৎসবের পরিবেশ সৃষ্টি করেছে এবং তাঁদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও একতা বৃদ্ধি করেছে।