আরিফ হোসেন রুদ্র (রায়পুর,লক্ষ্মীপুর):
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার অন্তর্গত রায়পুর বাজারের উত্তর মাথার ব্যবসায়ীদের কল্যাণে “রায়পুর ব্যবসায়ী পরিষদ” নামে একটি নতুন সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৪ সেপ্টেম্বর ২০২৪ সালে অনুষ্ঠিত এই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ব্যবসায়ী পরিষদের নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
নির্বাচনে মোহাম্মদ কামরুল আল মামুন সভাপতি আনারস প্রতীকে ১৬৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ জুবায়ের পান ৪০ ভোট এবং সাধারন সম্পাদক পদে মোঃ জামাল হোসেন (ভুট্টো) দোয়াত কলম প্রতীকে ১০১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ নজরুল ইসলাম বই প্রতীকে ৫৩ ভোট, মোঃ পারভেজ হোসেন ছাতা প্রতীকে ৩০ ভোট এবং মোঃ নূরনবী দেয়াল ঘড়ি প্রতীকে ১৮ ভোট পান। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ হারুনুর রশিদ ফুটবল প্রতীকে ১১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ শিপন ক্রিকেট ব্যাট প্রতীকে ৮৮ ভোট পান। নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন রায়পুর আলিয়া মাদ্রাসার প্রধান মুহাদ্দেস মাওলানা নোমান।
এই ব্যাপারে নির্বাচনে দায়িত্বে থাকা সহকারী নির্বাচন কমিশনার ব্যবসায়ী ফয়েজ উদ্দিন বলেন বিগত ১৭ বছরের মধ্যে এমন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরপেক্ষ নির্বাচন আমি দেখিনি। প্রতিটি ব্যবসায়ী আমাদের কার্যক্রমে সন্তুষ্ট এবং তারা আশা করে যে এমন সুষ্ঠু নির্বাচন ভবিষ্যতেও হবে।”
তিনি আরও জানান, প্রায় ৯৫% ভোট কাস্ট হয়েছে, যা একটি উল্লেখযোগ্য বিষয়। তিনি বলেন, “ভোট দিতে আসা অনেক লোককে আবেগে কান্নায় ভেঙে পড়তে দেখেছি। তারা বলেছেন, দীর্ঘদিন পর তারা ভোটের স্বাদ পেয়েছে এবং তাদের মত প্রকাশের স্বাধীনতা উপভোগ করতে পেরেছে।”
নির্বাচনের সুষ্ঠুতা ও স্বচ্ছতার জন্য রায়পুর ব্যবসায়ী সমাজের সবাই নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান এবং নতুন নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন জানান।