বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সন্দ্বীপ উপজেলা শাখার উদ্যেগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৩ সেপ্টেম্বর শুক্রবার এনাম নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে সংগঠনের সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ শাহাদাৎ হোসাইন এর সভাপতিত্বে ও সেক্রেটারি আ,স,ম মাসুদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্রগ্রাম উত্তর জেলা সেক্রেটারি আলাউদ্দিন শিকদার।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যান ফেডারেশন চট্রগ্রাম উত্তর জেলার সভাপতি মোহাম্মদ ইউছুপ বিন আবু বকর এতে দারসুল কোরআন পেশ করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আবু তাহের, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ শাখার তথ্য ও প্রচার সেক্রেটারি মোহাম্মদ শাহেদ খান। সন্দ্বীপ উপজেলা পেশাজীবি পরিষদের সভাপতি আব্দুল ওয়াদুদ কাওকাব, বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা যুব বিভাগ সভাপতি মোহাম্মদ মাকছদুর রহমান। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্রগ্রাম উত্তর জেলা সাবেক সভাপতি নাজমুল হোসাইন আরব প্রমূখ।