মোঃশাওন ইসলাম শরনখোলা উপজেলা প্রতিনিধি
শরণখোলায় প্রধানমন্ত্রীর দেওয়া কম্বল পেলেন ৩৫০ জন শীতার্ত পরিবার।আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে রায়েন্দা ইউনিয়ন পরিষদের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কম্বল বিতরণ করা হয়। শরণখেলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন মুক্তার সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলাম। ইউপি সদস্য খায়রুল ইসলাম শরীফের সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত কুমার সরদার,
সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল, পল্লী উন্নয়ন কর্মকর্তা লাবনী খাতুন, রায়েন্দা বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবুল তালুকদারসহ পরিষদের সদস্যরা। চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ত্রাণ তহবিল থেকে শীতার্তদের জন্য এই কম্বল পাঠিয়েছেন। দরিদ্র শ্রেণির এবং যারা পাওয়ার যোগ্য তাদেরকেই বাছাই করে দেওয়া হয়েছে।