
মোঃ মাইনউদ্দীন, সন্দ্বীপ :
দেশে চলমান বন্যা কবলিত এলাকার মানুষের সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৪৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সন্দ্বীপ উপজেলা জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদ ও শ্রীশ্রী আদি গোপাল কৃষ্ণ শশী ধাম মন্দিরের পক্ষ থেকে এই অনুদান প্রদান করা হয়।
শনিবার দুপুর বারোটায় জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমার হাতে এই আর্থিক অনুদান তুলে দেন। অনুদান প্রদানের সময় জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের ও আদি গোপাল শশী ধাম মন্দিরের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র মজুমদার বলেন, ধর্মের উদ্দেশ্য মানুষের কল্যাণ।
এই দুর্যোগের সময় আমরা অনুষ্ঠানের ব্যয় কমিয়ে সেখান থেকে একটা অংশ দেশের বন্যা কবলিত এলাকার মানুষের সহযোগিতার জন্য দিতে পেরে খুবই আনন্দিত। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা বলেন, এই দুর্যোগ মুহূর্তে সন্দ্বীপের জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদ ও শ্রীশ্রী আদি গোপাল কৃষ্ণ শশী ধাম মন্দিরের মতো সবাইকে এগিয়ে আসা উচিত।
অনুদান প্রদানের সময় শ্রীশ্রী জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদ সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি মাস্টার বিকাশ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র মজুমদার, অর্থ সম্পাদক মাস্টার অরুণ চন্দ্র দে, উপদেষ্টা মন্ডলীর সদস্য মাস্টার বিষ্ণুপদ রায়, মাস্টার বিধান চন্দ্র দাস,নৃপেন্দ্র কুমার বনিক, হরিলাল মজুমদার, গোপাল ভট্টাচার্য, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উমেশ মজুমদার রবি, অর্থ সম্পাদক সনজীব চন্দ্র দাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের চট্টগ্রাম উত্তর জেলার সহ-সভাপতি মাস্টার রতন কুমার মিত্র, সন্দ্বীপ উপজেলা শাখার আহবায়ক মাস্টার হরেকৃষ্ণ তালুকদার, উত্তর জেলা সদস্য লিটন দাস (মেম্বার), রহমতপুর ইউনিয়ন শাখার নারায়ণ চন্দ্র জলদাস প্রমুখ উপস্থিত ছিলেন।