শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন

রায়পুরা চরাঞ্চলে সায়দাবাদ গ্রামে বন্দুক ও টেঁটা যুদ্ধে ৫ জন নিহত, আহত অনেক

  • Update Time : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ২৯৯ Time View

ইব্রাহীম খলিল সেন্টু,নরসিংদী জেলা প্রতিনিধি :

নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে আদিপত্ত্য বিস্তারকে কেন্দ্র করে রাতভর
করন্ডিবাড়ি, বিরোজ মেম্বার  বাড়ি গং  ও শাহ আলম মেম্বার বাড়ি আইল্লাবাড়ি গং  দু”পক্ষের টে*টাঁ ও ব*ন্ধুক যুদ্ধে গু*লিবিদ্ধ হয়ে ৫জন নি*হত। আহত হয়েছে অনেক।

নি*হতরা হলেন, ১-জুনায়েত (১৮) পিতা শাহীন ,সায়েদাবাদ(বালুচর)২- ফিরোজা বেগম, স্বামী শাহাবুদ্দিন,সায়েদাবাদ(বালুচর) ৩- আমির (৫০)। ৪-বাদল (৫২) উভয়- পিতা, ইসমাইল,সায়েদাবাদ, ৫-আনিস(৩৪) পিতা- অজ্ঞাত সর্ব থানা,রায়পুরা,জেলা, নরসিংদী।

হতাহতের সংখ্যা এখনো যানা যায়নি তবে আহত গোলাপ মিয়া সহ অনেকেই মৃ*ত্যুর সাথে পাঞ্জা লড়ছে ।

জানা যায় ২১ আগষ্ট রাত ১১ ঘটিকায়  দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও ধাওয়া পাল্টা ধাওয়া চলে রাতভর।

আজ ২২-০৮-২০২৪ ইং তারিখ বৃহস্পতিবার  সকাল ৮.২০ মিনিটে  উভয়পক্ষের মধ্যে ডাক ভাঙিয়ে মুখোমুখি সংঘর্ষ হলে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয় এতে নিহত হয় ৫ জন, আহত অনেক।

জানা যায় নিহতরা সবই ফিরোজ মেম্বার পক্ষের লোকজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102