
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের (৪৪) তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে,স্বেচ্ছাসেবক দল খুলনা জেলা পক্ষ থেকে, আলোচনা সভা ও রেলি বের করা হয়।এ সময় উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির আহবায়ক।
জনাব আডভোকেট শফিকুল ইসলাম মনা
এবং জনাব আমির এজাজ খান, আহবায়ক খুলনা মহানগর বিএনপি সভাপতি করেন খুলনা জেলা বিএনপির সেছছাসেবক দলের সভাপতি জনাব তৈবুর রহমান
ও খুলনা জেলা সেছছাসেবক দলের সাধারণ সম্পাদক, আতাউর রহমান রুনু।এ সময় উপস্থিত সবাই
দেশ আওয়ামী শাসন বেরিয়ে আসায় সবাই সবাই আনন্দ প্রকাশ করেন এবং খুলনা মহানগর বিএনপি খুলনাকে নতুন করে সাজানোর কথা ব্যক্ত করেন।