মোঃ সজিব শেখ – মাগুরা জেলা প্রতিনিধি –
সত্যের সন্ধানে কিছু কথা-এবার মহম্মদপুর উপজেলা নির্বাচন এ ঘিরে রয়েছে হাজারো নিউজ। রয়েছে ১০০ শতাধিক প্রার্থীর প্রচারণা। শেষ অব্দি কে থাকছেন? জনগণ কী চাই? মহম্মদপুর উপজেলা বাসীর চাওয়া পাওয়া একটাই শোনা যাচ্ছে একটাই কথা এ্যাডঃ আঃ মান্নান ভাই কে চায়।
মহম্মদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে
আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী —-
এ্যাডঃ আঃ মান্নান
:সদস্য জেলা আওয়ামী লীগ মাগুরা
:সাবেক আহবায়ক, ছাত্র সংগ্রাম পরিষদ, মাগুরা জেলা
:সাবেক সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ
:সাবেক সাধারণ সম্পাদক মাগুরা জেলা কৃষক লীগ
:সাবেক আহবায়ক মাগুরা জেলা সেচ্ছাসেবকলীগ
:সাবেক সভাপতি মাগুরা হোঃশঃসোঃ কলেজ ছাত্র লীগ
:সাবেক আহবায়ক ২২ দলীয় ছাত্র ঐক্য ৯০ গণ অভ্যুথান মাগুরা জেলা
:সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাগুরা জেলা আওয়ামী লীগ যুব লীগ
:সাবেক সভাপতি মাগুরা জেলা ছাত্র লীগ
:এ্যাডভোকেট মাগুরা জর্জ কোর্ট সভাপতি মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগ
মহম্মদপুর উপজেলা এর সাধারণ মানুষের কথা মনোভাব এবার প্রকাশ করছেন তারা। সদা সর্বদা তারা পাশে পেয়েছেন এ্যাডঃ মান্নান ভাই কে
তারা আর ভুল করতে চাই না৷ তারা এবার বুঝতে শিখেছেন আমদের প্রয়োজন এ্যাডঃ মান্নান ভাই কে।
সবার মুখে একটাই কথা শোনা যাচ্ছে। আমরা সব সময় পাশে পেয়েছি মান্নান ভাই কে
প্রতিটা ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মান্নান ভাই
মহম্মদপুর উপজেলা বাসীর পাশে ছিলেন। সকল কাজেও।
এ্যাডঃ মান্নান ভাই দলীয় মনোনয়ন প্রত্যাশী
মহম্মদপুর উপজেলা বাসীর পাশে থাকতে চাই
এ্যাডঃ মান্নান ভাই এর চাওয়া পাওয়া সোনার বাংলা গড়ার লক্ষ্যে। বঙ্গবন্ধুর আদর্শ
সুস্থ শান্ত একটা সমাজ গড়ার।