
মাহাবুল ইসলাম,পরাগ গাজীপুর:
কলেজ গেট দেয়ালে গ্রাফিতি এঁকে ও জনসচেতনতা মূলক প্রচারে শিক্ষার্থীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে কলেজ গেট দেয়ালে গ্রাফিতি এঁকে চলেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও জনসচেতনতা মূলক প্রচারণ চালাচ্ছেন তারা। সফিউদ্দিন একাডেমী এন্ড কলেজের শিক্ষার্থী সিয়াম আলী জানাই।
মঙ্গল ও বুধবার (১৪ আগস্ট) দুইদিন ধরে টঙ্গী সফিউদ্দিন একাডেমী এন্ড কলেজ টঙ্গী সরকারি কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের অস্থায়ী সংগঠন টঙ্গী আর্ট একাডেমি নামক একটি সংগঠন এসব গ্রাফিতি আঁকছেন ও জনসচেতনতামূলক প্রচারণা কর্মসূচি পালন করছেন এবং আশেপাশের অন্যদের এসব কাজে সহায়তা করছেন।
এ সময় শিক্ষার্থীদের মাঝে উপস্থিত ছিলেন, লাবিব,সাঈফ, সাফিন,সাবিল,মাহমুদ,নিশান, সহ আরও অনেকে এবং বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা রংতুলিতে দেয়ালে দেয়ালে সাম্প্রতিক আন্দোলনের নানা স্লোগান ফুটিয়ে তুলেছেন। আঁকা হচ্ছে ছাত্র-জনতার আন্দোলনকে উপজীব্য করে নানা চিত্রকর্ম, আন্দোলনকে উপজীব্য করে নানা চিত্রকর্ম।
দেয়ালে দেয়ালে লিখা হচ্ছে ‘ধর্ম যার যার দেশ সবার’ ধর্মীয় সম্প্রীতির এই বার্তা, ধর্মীয় প্রতীক চাঁদ তারা ও ক্রস, বাংলাদেশের মানচিত্র এমন নানা লেখায় রঙিন হয়ে উঠেছে দেয়াল। গ্রাফিতি আঁকায় অংশ নিচ্ছেন বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা।
টঙ্গী সরকারি কলেজে শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, শুধু বাক স্বাধীনতা নয়, দেশ সংস্কারের জন্যও কাজ করব আমরা। অপর শিক্ষার্থী ইয়াছিন আরাফাত মিছবাহ বলেন, সবার জন্য বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে ছাত্রসমাজ।