
মোঃ জাহাঙ্গীর আলম,দিনাজপুর দক্ষিণ জেলা প্রতিনিধি:
৪ আগস্ট কোঠাবৈশ্বম্য আন্দোলনের অংশ হিসেবে কিছু সংক্ষক ছাত্র ও জামাত,বিএনপির সম্পৃক্ততায় সরকার পতনের একদফা দাবি নিয়ে জঙ্গি মেজাজে মিছিল করতে করতে এসে সন্ত্রাসী কায়দায় দিনাজপুরের ফুলবাড়িতে সাবেক মন্ত্রী ও বর্তমান সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি এবং দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপির ফুলবাড়ীর ৪তলা বিশিষ্ট বাসভবনের সামনের গ্লাস ও ভবনে থাকা কর কমিশন অফিস, অগ্রনী ব্যাংক,স্ট্যান্ডার্ড ব্যাংক ও নীচ তলায় বাংলাদেশ আওয়ামীলীগ ফুলবাড়ী উপজেলা শাখার অফিসের সাইনবোর্ড সন্ত্রাসী কায়দায় ইট পাটকেল নিক্ষেপ করে ভাংচুর করে।
এসময়ে ভবনের সামনে থাকা কয়েকটি মোটরসাইকেলের ক্ষতি হয়।যে মুহূর্তে আন্দোলনকারী কতৃক ভবনটি আক্রান্ত হয় সে সময় আওয়ামীলীগ অফিসে বেশকিছু দলিয় নেতাকর্মী অবস্থান করছিল। আন্দোলন কারীদের নিক্ষিপ্ত ইটের আঘাতে ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সদস্য মানিক সরকার আহত হন।
প্রায় ঘন্টাব্যাপি ভাংচুর চলাকালিন সময়ে পরিলক্ষিত হয় যে, ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে আসেননি বা ছিলেন না। ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সন্পাদক মোঃ গোলাম আজম বলেন, ঘটনার সময় ফুলবাড়ী থানায় বার বার ফোন করে যোগাযোগ করার চেষ্টা করেও পুলিশকে অবহিত করা সম্ভব হয়নি(পুলিশ ফোন রিসিভ্ড করেননি)।
আন্দোলনকারীরা ভাংচুর করে চলে যাওয়ার পর ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আল কামাহ্ তমাল ও এসিল্যান্ড জাফর আরিফ বিজিবির গাড়ি বহর নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন।