শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :

মেসার্স হানিফ এন্টারপ্রাইজ কর্তৃক সাংবাদিক আরিফুল ইসলামকে টি_শার্ট উপহার দেওয়া হয়

  • Update Time : বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪
  • ১৩৮ Time View

বাগেরহাটের ফকিরহাট আকিজ সিমেন্টের ডিলার মেসার্স হানিফ এন্টার প্রাইজের স্বত্বাধিকারী হানিফ সরদার সাংবাদিক আরিফুল ইসলামকে টি শার্ট প্রদান করেন।

বাগেরহাটের বারুইপাড়া বাজারের মেসার্স হানিফ এন্টারপ্রাইজে পাওয়া যাচ্ছে ইট, বালু, সিমেন্ট, রড এবং টাইলস। দীর্ঘদিন ধরে সুনামের সহিত ব্যবসা করে আসছেন বলে আমাদের জানান।

বাগেরহাট জেলার আকিজ ও ফ্রেন্ড সিমেন্টের ডিলার হানিফ সরদার ব্যবসার পাশাপাশিও হানিফ সরদারের খেলাধুলার প্রতি রয়েছে এক বিশাল সফলতা। মেসার্স হানিফ এন্টারপ্রাইজ ক্রিকেট এবং ব্যাডমিন্টনে বরাবর চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হয়ে চলছে।

 

আকিজ গ্রুপ দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠীর একটি। প্রতিষ্ঠানটি ২০০২ সালে সিমেন্ট ব্যবসায় নামে। বাংলাদেশে আরও কিছু সিমেন্ট কারখানার মতো তারাও ভার্টিকেল রোলার মিল (ভিআরএম) প্রযুক্তিতে সিমেন্ট উৎপাদন করে। আকিজের দাবি, জার্মান প্রযুক্তির ভিআরএম যন্ত্রের সিমেন্ট কারখানা দেশে তারাই প্রথম প্রতিষ্ঠা করে।

আকিজ সিমেন্টের উৎপাদনক্ষমতা দৈনিক ৭ হাজার ২০০ টন। তাদের নিজস্ব সিমেন্ট ব্যাগ তৈরির কারখানা আছে। পণ্য পরিবহনের জন্য আকিজ সিমেন্টের ১১টি বড় জাহাজ বা মাদার ভেসেল, ৩৫টি ছোট জাহাজ বা লাইটারেজ ভেসেল ও ১৫টি বার্জ রয়েছে। দেশজুড়ে তারা নৌ ও সড়কপথে পণ্য পরিবহন করে। তাদের নিজস্ব ট্রাক আছে ২২৫টি। আকিজের দাবি, তাদের মান নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা সর্বাধুনিক।

আকিজ গ্রুপের সিমেন্ট কারখানা নারায়ণগঞ্জের বন্দর এলাকায়। আকিজ বলছে, তারা ফ্লাই অ্যাশের বদলে ব্লাস্ট ফার্নেস আয়রন স্ল্যাগনির্ভর সিমেন্ট উৎপাদন করে। এ কারণে তাদের সিমেন্টে তৈরি স্থাপনার স্থায়িত্ব বেশি হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102