শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন

ছাত্র জনতার আন্দোলনে নরসিংদীর মাধবদীতে আওয়ামীলীগের ৫ নেতাকর্মীসহ ৬ জন নিহত

  • Update Time : সোমবার, ৫ আগস্ট, ২০২৪
  • ২৪১ Time View

সোহরাব হোসেন মুন্না,করেসপন্ডেন্ট রায়পুরা নরসিংদী:

৪ আগস্ট শনিবার দুপুর ১ টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের মাধবদী এলাকায় আন্দোলনকারী ছাত্র জনতা জড়ো হয়ে সরকার পতনের এক দফার দাবীতে বিক্ষোভ শুরু করে বিভিন্ন শ্লোগান দিতে থাকে।

একই সময় মাধবদী পৌরসভা মোড়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা জড়ো হয়ে সরকারের পক্ষে বিভিন্ন শ্লোগান দিতে থাকে।আন্দোলনরত ছাত্র জনতা যখন মিছিল নিয়ে মাধবদী সদরে প্রবেশ করার চেষ্টা করে তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদেরকে ধাওয়া দেয় এবং তাদেরকে লক্ষ করে গুলি ছুড়তে থাকে আওয়ামী লীগ নেতাকর্মিদের এলোপাথাড়ি গুলিতে একজন সাধারণ ব্যবসায়ী নিহত এবং আন্দোলনকারী ১০ – ১২ জন গুলিবিদ্ধ হয়ে আহত হন।

কিছুক্ষনের জন্য আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়েযায় পরে তারা ক্ষিপ্ত হয়ে পুনরায় মাধবদী বাসষ্ট্যান্ড এলাকায় জড়ো হয় এবং মাধবদী পৌরসভা মোড়ে অবস্থান করা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা করে তখন গণপিটুনিতে আওয়ামী লীগের ৫ জন নেতাকর্মী নিহত হন।

নিহতরা হলেন ১। মাধবদী থানার চরদিঘলদী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন শাহীন (৪০), ২। জেলা পরিষদের সাবেক সদস্য মনিরুজ্জামান ভূইয়া (৪৮), ৩। নরসিংদী সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেনের ছোটভাই নরসিংদী সদর থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলু (৩২), ৪। মাধবদী পৌরসভার ১১ নং ওয়ার্ডের সদস্য মোঃ বাবুল মিয়া (৪২), ৫। আওয়ামী লীগের কর্মি কামাল হোসেন (৩৬)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102