মোঃ মাইনউদ্দীন, সন্দ্বীপ:
কোটা ইস্যু নিয়ে সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগ কলেজ শিক্ষার্থীদের নিয়ে এক মত বিনিময় কর্মসূচি পালন করেছে।১৬ জুলাই (মঙ্গলবার) সাউথ সন্দ্বীপ কলেজ অডিটোরিয়াম দুপর ১২ টার সময় এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এই সময় সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহফুজুর রহমান সুমন বলেন কোটা সংস্কার আন্দোলনের বিষয়ে বলেন এটা যেহেতু আদালতে বিচারাধীন সেহেতু আদালতের রায় অনুযায়ী সরকার এই বিষয়ে শান্তিপূর্ন ও গ্রহণযোগ্য সমাধান বের করবেন।
ছাত্রলীগ সাধারণ সম্পাদক সামিউদ্দৌলা সীমান্ত বলেন চলমান কোটা সংস্কার আন্দোলন একটি মহল সহিংসতায় রুপ দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই। তিনি এই বিষয়ে সন্দ্বীপের শিক্ষার্থীদের শান্তি পূর্ন বজায় রাখার আহবান জানান।এই সময় তারা সাধারণ শিক্ষার্থীদের মতামত শুনেন।তাদের প্রস্তাবনা সংগ্রহ করেন,বিভিন্ন তথ্য উপাত্ত সংবলিত লিফলেট বিতরন করেন।
এই সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মোঃ রাসেদ,যুগ্ম সাধারণ সম্পাদক নুর নবী সাকিল,সাউথ সন্দ্বীপ কলেজ শাখা ছাত্র লীগ এর সাধারণ সম্পাদক বিদ্যুৎ চন্দ্র,মাইটভাংগা ইউনিয়ন ছাত্রলীগ এর যুগ্ম আহবায়ক মোঃ পিহাদ প্রমুখ।