মোঃ মাঈনউদ্দীন, সন্দ্বীপ:
সন্দ্বীপ থানার এসআই মো: মাইনউদ্দীন ভূইয়া চট্টগ্রাম জেলায় শ্রেষ্ঠ সিডিএসএমএ মামলা নিষ্পত্তিকারী অফিসার নির্বাচিত হয়েছেন এবং সম্মাননা স্মারক গ্রহণ করেছেন।
রবিবার (১৪ জুলাই) চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভায় জেলা পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ বিপিএম, পিপিএম জেলার শ্রেষ্ঠ সিডিএসএমএ মামলা নিষ্পত্তিকারী এসআই হিসাবে সম্মাননা স্মারক তুলে দেন।
জানা গেছে, চলতি বছরে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিলসহ সার্বিক বিবেচনায় বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ‘এ’ ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন তিনি।