মাহাবুল ইসলাম পরাগ ময়মনসিংহ:
ময়মনসিংহ জেলা প্রশাসন ও ময়মনসিংহ বন বিভাগের আয়োজনে আজ রবিবার (১৪ জুলাই) ময়মনসিংহে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করা হয়। ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের টাউন হল প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়।
মেলা উদ্বোধনের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে এদিন বিকাল ৪:৩০টায় একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য জনাব মোহাম্মদ মোহিত উর রহমানের নেতৃত্বে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে টাউন হল প্রাঙ্গনে এসে র্যালি সমাপ্ত হয়। এ সময় মাননীয় সংসদ সদস্য বেলুন ও পায়রা উড়িয়ে এবং ফিতা কেটে বৃক্ষমেলার উদ্বোধন করেন। পরে টাউন হল প্রাঙ্গণ সংলগ্ন অডিটোরিয়ামে বৃক্ষমেলার উদ্বোধন উপলক্ষ্যে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য জনাব মোহাম্মদ মোহিত উর রহমান বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রচন্ড দাবদাহের কারণে এবার স্কুল বন্ধ রাখতে হয়েছিলো। জলবায়ুর ক্রমাগত পরিবর্তনের ফলে আজ এই অবস্থা। সবুজের, বৃক্ষের পরিমাণ কম বলে জলবায়ুর এ বৈরী রূপ দেখতে হচ্ছে আজ দেশকে। দেশের বনাঞ্চল উজার হয়ে যাচ্ছে। নাতিশীতোষ্ণ বাংলাদেশে এখন অতি গরম বা অতি শীতের প্রবণতা দেখা যাচ্ছে।
বর্তমান সরকার পরবর্তী প্রজন্মকে বৃক্ষরোপনে উৎসাহিত করতে সচেষ্ট। নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীদের উদ্যোগের মধ্য দিয়েই সুন্দর, সোনার, সবুজ বাংলাদেশ গড়া সম্ভব হবে। ২৫% বনায়নের লক্ষ্যমাত্রা যেন দেশবাসী সবাই মিলে সম্ভব করে তুলতে পারি। বাসযোগ্য সুন্দর দেশ গড়ে তুলতে সবাই যেন আগ্রহী হই।
ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা আ.ন.ম আব্দুল ওয়াদুদ, বাংলাদেশ আওয়ামী লীগের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মো. এহতেশামুল আলম এবং সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাবৃন্দ, স্কুল শিক্ষার্থীগণ, রোভার স্কাউটের সদস্যবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।