সোহরাব হোসেন মুন্না,করেসপন্ডেন্ট রায়পুরা নরসিংদী:
নরসিংদী রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী আন্তঃনগর সুর্বণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মা ও মেয়েসহ ২ জন নিহত এবং এক শিশু আহত হয়েছে।
১৩ জুলাই শনিবার সন্ধ্যা ৬ ঘটিকার সময় নরসিংদী রেল স্টেশনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত সাবিনা আক্তার (২৭) নরসিংদী জেলার শিবপুর উপজেলার ইটাখোলা এলাকার বাসিন্দা মালয়েশিয়া প্রবাসী জয়নাল আবেদীনের স্ত্রী ও তার মেয়ে মাহিনা আক্তার মুনা (৫) আহত শিশুর নাম সিনহা আক্তার (৪)।
নিহত সাবিনা আক্তারের সাথে থাকা তার ভাগিনা তামিম জানান তার মামা কিছুদিন আগে প্রবাস থেকে দেশে আসেন অপরদিকে তার চাচা প্রবাসে যাবেন তাই তারা তাদের জন্য কেনাকাটা করতে নরসিংদী আসেন কেনাকাটা শেষে তারা নরসিংদী রেলওয়ে স্টেশন দিয়ে যাওয়ার সময় প্লাটফর্মে দাড়িয়ে ছিলেন তখন ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী আন্তঃনগর সুর্বণ এক্সপ্রেস ট্রেনটি নরসিংদী রেল স্টেশন অতিক্রম করছিলো এইসময় মাহিনা আক্তার মুন প্লাটফর্ম থেকে নিচে পড়ে যায় তখন সাবিনা আক্তারের কোলে থাকা সিনহা আক্তারকে নিয়ে মাহিনা আক্তার মুনকে বাচাতে গেলে ট্রেনের সাথে ধাক্কা লেগে সাবিনা এবং শিশু মুন ঘটনাস্থলেই নিহত হন কোলে থাকা অপর শিশু সিনহা গুরুতর ভাবে আহত হন।
আরেক প্রত্যক্ষদর্শী শাহপরান জানান শিশু মুন প্লাটফর্মের কিনারায় দাড়িয়ে ছিলো ট্রেনটি রেল স্টেশন অতিক্রম করার সময় হর্ণ দিলে ভয়ে মুন প্লাটফর্ম থেকে নিচে পড়ে যায় তখন মা সাবিনা মেয়েকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও ট্রেনের নিচে পড়ে যান।
নরসিংদী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার এটিএম মুছা জানান ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী আন্তঃনগর সুর্বন এক্সপ্রেস নরসিংদী রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় ট্রেনের নিচে কাটা পড়ে মা মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে অপর এক শিশু গুরুতর ভাবে আহত হয়েছেন আমরা রেললাইন থেকে নিহত মা মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এবং মারাত্মক ভাবে আহত শিশু সিনহাকে চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরন করি।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডাক্তার মাহমুদুল বাশার কমল জানান শিশুটির অবস্থা আশংকাজনক আমার তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেই।