মোঃ হানিফ মিয়া,লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের আদিতমারীতে এনআরবি ইসলামিক লাইফ ইনসুরেন্স কোম্পানীর সাইনবোর্ড টাঙ্গিয়ে অপকর্ম করার অপরাধে পুলিশ ৪জনকে গ্রেফতার করেছে।
শনিবার (১৩ জুলাই) দুপুরে লালমনিরহাট জোনাল অফিসে লিখিত বক্তব্যের মাধ্যমে জোনাল ব্যবস্থাপক হাসান উল আজিজ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে এহেন অপকর্মের তীব্র প্রতিবাদ জানান।
লিখিত বক্তব্যে তিনি জানান, স্বনাম ধন্য এনআরবি ইসলামিক লাইফ ইনসুরেন্স কোম্পানীর সাইনবোর্ড টাঙ্গিয়ে একটি কুচক্রী মহল পতিতাবৃত্তি সহ নানা অপকর্ম করে আসছে। লালমনিরহাটে এনআরবি ইনসুরেন্সের কোন শাখা অফিসের অনুমোদন নেই। আদিতমারী থানায় অভিযোগ করলে থানা পুলিশেরে সহযোগিতায় জোনাল অফিস সাইন বোর্ডটি অপসারন করে।
এ ধরনের বিভ্রান্তে সকল গ্রাহক শুভানুধ্যায়ীদের সতর্ক থাকার অনুরোধ করা হয় বলেও জানান তিনি।বিষয়টি জানার পর লালমনিরহাট জোনাল অফিসের ইনচার্জ হাসান উল আজিজ আদিতমারী থানায় একটি সাধারন ডায়েরী করলে পুলিশ চারজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করে।
এসময় অন্যান্যের মধ্যে ডেপুটি জেনারেল ম্যানেজার রবিউল ইসলাম,শামীমা নাসরিন,ও শাখা ব্যবস্থাপক তাজরুল ইসলাম উপস্থিত ছিলেন।