মোঃ মাঈনউদ্দীন, সন্দ্বীপ:
রোগীদের নির্ভুল চিকিৎসা দিতে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অত্যাধুনিক ডিজিটাল এক্স-রে ল্যাব ও আল্ট্রাসনোগ্রাফি উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই কার্যক্রম উদ্বোধন করা হয়।
এই কার্যক্রম উদ্বোধনের ফলে সন্দ্বীপের সাধারণ মানুষ বিনামূল্য আল্ট্রাসনোগ্রাফি ও বিভিন্ন রোগের পরীক্ষা করতে পারবেন।
নৌ পরিবহন মন্ত্রানালয় সম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চট্টগ্রাম ৩ সন্দ্বীপ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা এমপি প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা, ভাইস চেয়ারম্যান ওমর ফারুক, পৌর মেয়র মোক্তাদের মাওলা সেলিম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মানস বিশ্বাস, উপজেলা এলজিইডি অফিসার আবদুল আলিম, উপজেলা পরিবার কল্যান কর্মকর্তা আবদুল মতিন, গাছুয়া ইউপি চেয়ারম্যান আবু হেনা, কালাপানিয়া ইউপি চেয়ারম্যান আলিমুর রাজী, সন্তোষপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন জাপর, বাউরিয়া ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, হারামিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, সারিকাইত ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম প্রমুখ।