মোঃ মাঈনউদ্দীন, সন্দ্বীপ:
সন্দ্বীপ উপজেলার বাউরিয়া ইউনিয়নে ২ নং ওয়ার্ডের গাছতলার মীর বাড়িতে গতকাল বৃহস্পতিবার রাত ১১.২০ মিনিটের ঝুম বৃষ্টির মধ্যে বসতঘরে মুখে কালো কাপড় পড়ে ডাকাতি ঘটনা ঘটে।
ঘরের মালিক আবদুল কাদের সৌদি প্রবাসির
স্ত্রী বিবি আয়েশা( ৪৭) বলেন এশার নামাজের পর আমি বারান্দার দরজা উপরের অংশ ব্যাংক লাগাই ঘুমিয়ে পড়ি। রাত ১১ টা বারি বৃষ্টির সময় ওরা মুখে কালো কাপড় পড়ে ৪/৫ জন ঘরে প্রবেশ করে আমাকে মুখে চাকু ধরে জোর করে আলমারির চাবি নিয়ে নেয়, কোন আওয়াজ করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। সাথে সাথে আমি ওদের চাবি দিয়ে দি। তারা আলমারির ভিতর স্বর্ণ ও নগদ ৩০ হাজার টাকা নিয়ে চলে যায়।
বিষয়টি নিয়ে জানতে চাইলে সন্দ্বীপ থানার ওসি তদন্ত মোঃ জাকির হোসেন বলেন এ ঘটনা শুনেছি কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করব।