সোহরাব হোসেন মুন্না,করেসপন্ডেন্ট রায়পুরা নরসিংদী:
নরসিংদীর রায়পুরায় খাকচক ও কমলপুর নামক এলাকার মধ্যবর্তী স্থানে রেললাইনের পাশ থেকে ৫ জনের ছিন্নভিন্ন ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
স্থানীয় লোকজন জানান ৮ জুলাই সোমবার সকালে এলাকাবাসী রেললাইন দিয়ে হেটে যাওয়ার সময় রেললাইনের পাশে বিভিন্ন জায়গায় ৫ জনের মরদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখেন তারা তাৎক্ষণিক পুলিশকে খবর দিলে রায়পুরা থানা ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহে গুলো উদ্ধার করেন।
নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম বলেন স্থানীয় লোকজনের মাধ্যমে সংবাদ পেয়ে রেলওয়ে পুলিশ সহ আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখি মরদেহ গুলো ঢাকামুখি রেললাইনের পাশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, মরদেহ গুলো এমনভাবে ছিন্নভিন্ন ও ক্ষতবিক্ষত অবস্থায় আছে যে কারণে প্রাথমিক ভাবে মরদেহ গুলো সনাক্ত করা সম্ভব হচ্ছে না কোন কোন মরদেহ থেকে হাত পা ও মাথা বিছিন্ন অবস্থায় আছে।
তিনি আরও বলেন ভোর রাতের যেকোন সময় তারা ট্রেনের নিচে কাটা পড়ে থাকতে পারেন তবে তদন্ত না করে এই বিষয়ে সঠিকভাবে কোন কিছু বলা যাবেনা।
তিনি আরও জানান তাদের একজনের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ এর মধ্যে হবে বাকিদের বয়স ২০ থেকে ২৫ এর মধ্যে হতে পারে।
একই স্থানের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা মরদেহ গুলোর রহস্য উদঘাটনে এবং তাদের পরিচয় নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি পিবিআই ডিবি ও সিআইডির টিম কাজ শুরু করেছেন।স্থানীয় লোকজন জানান নিহত ৫ জনের কাউকেই তারা চিনতে পারেননি তারা বলেন প্রাথমিক ভাবে ৫ জনই ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয়েছেন ধারণা করলেও ঘটনাটি অনেকটা রহস্যজনক, কেউকেউ মনে করছেন এক সাথে ৫ জন মানুষ ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয় এটা কিভাবে সম্ভব, আবার কেউ কেউ ধারণা করছেন তাদেরকে অন্যকোন জায়গা থেকে হত্যাকরে এখানে এনে ফেলে দেওয়া হয়েছে।
তিন দিনের ব্যবধানে নরসিংদীর রায়পুরায় রেললাইনের পাশ থেকে এই পর্যন্ত ৮ টি মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে ও স্থানীয় পুলিশ।