আরিফ হোসেন রুদ্র (রায়পুর,লক্ষ্মীপুর):
বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা ওমেদা বেগমের আজ ১৭ তম মৃত্যুবার্ষিকী। মহিয়সী এ নারীর সংগ্রামী মৃত্যুবার্ষিকীতে দেশের বিভিন্ন স্থানে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ জুলাই) মাই টিভি’র লক্ষ্মীপুর প্রতিনিধি শফিউল আজম চৌধুরী ( জুয়েলের) আয়োজনে রায়পুর পৌরসভার মেয়র গিয়াসউদ্দিন রুবেল ভাটের অফিস কক্ষে সন্ধ্যা ৯ (টা) স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে স্মরণ সভাটি অনুষ্ঠিত হয়।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম, মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রায়পুর প্রেসক্লাবের আহ্বায়ক পীরজাদা মাসুদ, পৌর ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর ইউসুফ বি এস এস, সাংবাদিক ডি এস দুলাল, সুদীব কুরি, আরিফ হোসেন রুদ্র, প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন । দোয়া অনুষ্ঠানে হাফিজী মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থী বৃন্দ মোনাজাতে অংশ গ্রহণ করেন।