মো:আমিনুল ইসলাম:
৫ই জুলাই, শুক্রবার রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে ফাউন্ডার’স কমিউনিটি ক্লাব “বাজেট পরবর্তী আড্ডা” শীর্ষক একটি সেমিনারের আয়োজন করে। ফাউন্ডার’স কমিউনিটি ক্লাবের সম্মানীত সদস্যদের উপস্থিতিতে সেমিনারটি সমৃদ্ধি লাভ করে।
সেমিনারের প্রধান আলোচক ছিলেন ফাউন্ডার’স কমিউনিটি ক্লাবের সম্মানীত সদস্য, ইনকাম ট্যাক্স বিডি’র কর্ণধার এবং ভ্যাট-ট্যাক্স কনসাল্টেন্ট আমান উল্লাহ সরকার।
আলোচনার মূল বিষয় ছিল বাজেট ২০২৪-এ ব্যবসায়ীদের জন্য ভ্যাট ও ট্যাক্সের পরিবর্তন এবং সংযোজিত নিয়মাবলী।
সেমিনারে ক্লাবের সকল সদস্য, যারা বিভিন্ন ব্যবসা পরিচালনা করেন, তাদের ব্যবসায় ভ্যাট ও ট্যাক্সের পরিপালনীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আলোচনার উল্লেখযোগ্য বিষয় :
ট্যুর অপারেটরদের ভ্যাট: আলোচনায় আমান উল্লাহ সরকার উল্লেখ করেন যে, পূর্বে ট্যুর অপারেটররা একটি এসআরও-এর মাধ্যমে ভ্যাট অব্যাহতি পেতেন। কিন্তু বর্তমানে তাদেরকে ১৫% ভ্যাট দিতে হবে।
ট্যুর অপারেটরদের ভ্যাট ছাড়াও, ব্যবসায়ীরা তাদের যেসব বিষয়ে আপত্তি ছিল বা বুঝতে অসুবিধা হচ্ছিল তা সেমিনারে উপস্থাপন করেন।উপস্থিত সকলের মতামত অনুযায়ী, সেমিনারে অনেক গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট ও সহজভাবে তুলে ধরা হয়েছে।
সেমিনারের সমাপ্তি:
এই ধরনের সেমিনার যদি নিয়মিতভাবে বিভিন্ন ব্যবসায়িক সংগঠন বা ক্লাবে অনুষ্ঠিত হয়, তাহলে ব্যবসায়ীরা আইনি বিষয় সম্পর্কে অনেক বেশি অবগত থাকবেন এবং তাদের ব্যবসা আরও সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবেন। এই দিক থেকে ফাউন্ডার’স কমিউনিটি ক্লাবের এই আয়োজন অত্যন্ত প্রশংসনযোগ্য।