লালমনিরহাট প্রতিনিধি:
বেগম খালেদা জিয়ার মুক্তি ও ষড়যন্ত্রমুলুক মিথ্যা মামলা প্রত্যাহার এবং মুক্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে লালমনিরহাট জেলা বিএনপি।
বুধবার(৩ জুলাই) দুপুরে বৃষ্টিকে উপেক্ষা করে লালমনিরহাট শহরের প্রাণ কেন্দ্র মিশন মোড়ে সমাবেশ করে বিএনপি।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাবেক উপ মন্ত্রী আসাদুল হাবীব দুলু বলেন, বেনজির এখন কোথায় তা স্বরাষ্ট্রমন্ত্রী জানেনা। এমন মন্ত্রীর ওই পদে আর থাকার যোগ্যতা নেই। এসময় তিনি অবিলম্বে খালেদা জিয়া সহ সকল রাজবন্দী নেতাদের মুক্তি দাবী করেন।
জেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল, লালমনিরহাট সদর উপজেলা বিএনপির আহবায়ক একেএম মমিনুল হক, পৌর সভাপতি আফজাল হোসেন, জেলা মহিলা দলের সভাপতি জিন্নাত আরা ফেরদৌস রুজি, জেলা স্বেচ্ছাসেবক দলের সম্পদক আব্দুস সাত্তার, জেলা যুবদল সভাপতি আনিচুর রহমান আনিচ, জেলা ছাত্রদলের সভাপতি বড়বাড়ি ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা লিমন প্রমুখ।