মোঃ মাঈনউদ্দীন, সন্দ্বীপ উপজেলা প্রতিনিধি, চট্টগ্রাম:
পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এমন অবস্থায় দেশের চারটি সমুদ্রবন্দর- চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এর পরিক্রমায় গত দুই দিন ধরে বন্ধ রয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ও সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ জাহাজ এমবি আইভি রহমান।
শনিবার সকাল ৬ গুপ্তছড়া ঘাটে গুপ্তছড়া ঘাটে গিয়ে দেখা যায় চট্টগ্রাম গামী শতশত যাত্রী, সকাল ৮টায় একটি কাঠের মালের বোট শখানেক যাত্রী নিয়ে কুমিরার উদ্যেশে ঝুঁকি নিয়ে যাত্রা করে বেলা ১০ টায় জীবনের ঝুঁকি নিয়ে একটি লালবোট যাত্রা করে সীতাকুণ্ডের কুমিরার উদ্যেশে,ভোর থেকে দ্বীপের চট্টগ্রাম মুখী যাত্রীরা কোন নৌযান না পেয়ে দুপুরের দিকে বাড়ী ফিরে যান।
বিকেলে ৭/৮ জন যাত্রী নিয়ে আর ও একটি লাল বোট ছেড়ে যায় বলে জানা গেছে।
বেলা ২ টায় কথা হয় চট্টগ্রাম ফ্রিবোটে গামেস্টে চাকুরী করা মগধরার বাসিন্দা আসিফ (২১) তিনি জানান ঈদের ছুটি পেয়েছি ৩ দিন পরে আবার বাড়িতে এসেছি মায়ের অসুস্থতার খবর পেয়ে এখন আজ ৪ টার মধ্যে অফিস না পৌঁছাতে পারলে আমার চাকুরী চলে যাবে, মুছাপুরের বাসিন্দা সরকারি সিটি কলেজের ছাত্র মহিউদ্দিন আরজু বলেন আগামীকাল আমার পরিক্ষা আজ আমাকে যেভাবে হোক চট্টগ্রাম পৌঁছাতে হবে না হয়, আমি পরিক্ষা দিতে পারবো না। সারাদিন দেখা যায় কুমিরা ও গুপ্তছড়া টিকিট কাউন্টারের সব দরজা জানালা বন্ধ, কোন নৌযান ছাড়বে কি ছাড়বে না কোন বার্তা না পেয়ে অবশেষে বাড়ি পিরে যান।
জাহাজ চলাচল বন্ধ থাকার বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিসির চট্টগ্রামের মহাব্যবস্থাপক (বাণিজ্য) গোপাল চন্দ্র মজুমদার জানান সাগরে ৩ নং সতর্ক সংকেত চলে আমাদেরকে বিআইডব্লিউটিসির কিছু নিয়ম কানুন রয়েছে, এগুলো আবার কোষ্টগাট নিয়ন্ত্রণ করে, সিগনাল উঠে গেলে আগামীকাল থেকে আবার জাহাজ চলাচল করবে। কাঠের বোট চলাচল করতে পারলে জাহাজ কেন চলাচল করতে পারবে না এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান কাঠের বোট একটা অনিয়ন্ত্রিত নৌযান যারা ঝুঁকি নিয়ে উঠে আমাদের করার কিছু নেই, আমাদের কাছে জীবনের মূল্য বড়।