মাইনউদ্দীন, সন্দ্বীপ উপজেলা প্রতিনিধি, চট্টগ্রাম:
গত ২৭ তারিখ বৃহস্পতিবার চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের ৪৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়েছে।
পৌর মেয়র মোক্তাদের মাওলা সেলিম পৌর সভার কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে এই বাজেট ঘোষনা করেন।অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের মোট আকার রাজস্ব ৩ কোটি ২৩ লাখ ৫০ হাজার সহ ৫৩ কোটি ২০২৩ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
২৩-২৪ অর্থ বছরের সংশোধিত বাজেটে ১২ কোটি ৮৬ লাখ ৩৯৮ টাকা ধরা হয়েছে। প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাত হতে ২ কোটি ৫৯ লাখ ১৫ হাজার ৪৯৮ টাকা আয় ধরা হয়েছে।চলতি বছরের সংশোধিত বাজেট ৩ কোটি ৪৫ লাখ ৫৫ হাজার টাকা ও পৌর সভার সাধারন তহবিল হতে আয় ধরা হয়েছে ২ কোটি ৭ লাখ টাকা।
এছাড়া উক্ত বাজেটে অনুষ্ঠানে পৌর মেয়র মোক্তাদের মাওলা সেলিম সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মাহফুজুর রহমান মিতা এমপি।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন ও সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কবির হোসেন পিপিএম।
আরো বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলার এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী জ্বনাব আব্দুল আলীম, প্যানেল মেয়র সফিকুল মাওলা ও কাউন্সিলর আবু তাহের,ওয়াহিদুল আলম পারভেজ প্রমুখ। আরো উপস্থিত ছিলেন হারামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জসীম উদ্দীন।