মোহাম্মদ হানিফ মিয়া,লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পাদুর বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুন লেগে দুটি দোকান ভস্মীভূত হয়েছে। এতে দুটি দোকানের প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি হয়েছে।
শুক্রবার (২৮ জুন) সকাল ৬টার দিকে উপজেলার দলগ্রাম ইউনিয়নের পাদুর বাজার শফিকুল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো: আবু তাহের জানান।
ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আবু তাহের জানান, পাদুর বাজারের শফিকুল মার্কেটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। সংবাদটি আমাদের কাছে আসায় পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। সকালের দিকে লোকজন কম থাকায় ক্ষতির পরিমানটা একটু বেশি হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি, আগুনে তাদের ৩ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বাজারের লোকজন জানায়, মার্কেটি শফিকুলের গোডাউনে অনেক মালামাল ছিল। আগুনের সুত্রপাত সেখানে হওয়ায় গোডাউনের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। যদিও আগুন লাগার সংবাদ ফায়ার সার্ভিসে দিতে দেরী হয়। তারপরেও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ক্ষতিগ্রস্ত গোডাউন ব্যবসায়ী আনোয়ার বলেন, “আগুনে তার গোডাউনের অন্তত ৩ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সেই সাথে তার দোকানের পাশে চায়ের দোকানদার নাঈমুল ইসলামেরও লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।