মাহাবুল ইসলাম পরাগ,ফুলপুর উপজেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (অনূর্ধ্ব ১৭ বালক) ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শরীফ আহমেদ এমপি ।
ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান।
এতে আরও উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান , ভাইস চেয়ারম্যান আব্দুছ ছবুর সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যন পান্না আক্তার , উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, মহিলা আওয়ামীলীগের শিখা রাণী সরকার,উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিহাব উদ্দিন খান, একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্রধর, ফুলপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কামাল আহমেদ , উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানজিল আহমেদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ছাত্রলীগের সভাপতি ইরশাদ হোসেন মিলন,সাধারণ সম্পাদক তানিম আহমেদ শাওন, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।