সোহরাব সরকার মুন্না ,রায়পুরা নরসিংদী (প্রতিনিধি):
নরসিংদী রায়পুরায় অসংখ্য মটর সাইকেল চুরি হওয়ার ঘটনা গঠছে, আজ তুলাতুলি স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতর থেকে একজন মটর সাইকেল চোর চক্রের সদস্য জনতার হাতে আটক।
আজ ২৪ শে জুন সোমবার সময় দুপুর ১২ ঘটিকার সময় রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভিতরে ঔষুধ কোম্পানির প্রতিনিধির মটর সাইকেল পার্কিং করে রাখা অবস্থায় তালা ভেঙে মটর সাইকেল চুরি করে নেওয়ার সময় জনতার হাতে ধরা পড়েন চোর চক্রের একজন। জানা যায় চোরে নাম খলিল মিয়া (৩৫) শ্রীনগর ইউনিয়ন গজারিয়া কান্দির আবু সালামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানাই চোরটি হাসপাতালের ভিতরে সন্দেহ জনক ভাবে ঘুরাফেরা করতে দেখে আমাদের সন্দেহ হয়। চোরের হাতে থাকা মটর সাইকেলের তালা ভাঙার যন্ত্র দিয়ে তালা ভেঙে মটর সাইকেলটি নিয়ে পালানোর সময় আমরা তাকে হাতেনাতে ধরে ফেলি।
জানা যায় চোর খলিল রায়পুরা পুর্বপাড়া ভেন চালক ফারুক মিয়ার বোন পারভীন আক্তারের স্বামী সে চুরি , ডাকাতি, মাদক মামলায় অসংখ্যবার জেল হাজতে গেছে। রায়পুরা পৌরসভা এলাকায় অনেক মটর সাইকেল চুরির গঠনা ঘটেছে ভেন চালক ফারুকের আশ্রয় প্রশ্রয়ে পৌর এলাকায় থাকার সুভাদে চোর খলিল চুরি করার সুযোগ পাচ্ছে বলে অনেকের ধারনা এবং চোর খলিলকে জিজ্ঞেসাবাদ করিলে সকল মটর সাইকেল চুরির তথ্য পাওয়া যাবে বলে ধারনা করা হচ্ছে ।
খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে এসে চোর খলিলকে থানায় নিয়ে যায়।