ফিরোজ হাসান,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও: ঈদ আনন্দ উপলক্ষে ৪ নং বড় পলাশবাড়ী ইউনিয়ন তরুণ ছাত্র যুব সমাজের উদ্যোগে এক জমজমাট ফুটবল খেলার আয়োজন করা হয়। ঢাকাইয়া ও ৪ নং বড় পলাশবাড়ী ইউনিয়নের মধ্যে অনুষ্ঠিত এই খেলায় ঢাকাইয়া দল ৪-৩ গোলে জয়লাভ করে।
প্রথম পুরস্কার হিসেবে বিজয়ী ঢাকাইয়া দলকে ৩২ ইঞ্চি টেলিভিশন প্রদান করা হয়। খেলার প্রধান আলোচক ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব মোঃ জুলফিকার আলী। ফুটবল খেলার সভাপতি ছিলেন কালমেঘ আর আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ জনাব মোঃ সাজ্জাদ হোসেন।
অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং বড় পলাশবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান জনাব মোঃ শাহাবুদ্দিন (মিয়া)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “মাতৃছায়া” সংগঠনের প্রতিষ্ঠাতা ইঞ্জি. এম. এ. বুলবুল রহমান, ৯ নং ওয়ার্ডের মেম্বার জনাব আব্দুর রাজ্জাক, বিশিষ্ট সমাজসেবক জনাব আপেল মুহুরী, বিশিষ্ট মিল ব্যবসায়ী জনাব অসীম হায়াত পাঞ্জাব এবং সমাজসেবক জনাব মো রেজাউল করিম।
খেলা পরিচালনা করেন পীরগঞ্জ জাবারহাট ডিগ্রী কলেজের প্রভাষক জনাব মোঃ হুমায়ুন কবির। শুভেচ্ছা বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রলীগের সদস্য মোস্তাকিন আরিয়ান (সবুজ)।
এই আয়োজন এলাকার মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করেছে।