সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ মোঃ আবু বকর সিদ্দিক (অপু):
সারাদেশের মতো টাঙ্গাইলেও সোমবার (১৭ জুন) যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল আযহা উদযাপিত হচ্ছে। সকাল ৮টায় টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলার প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মোহাম্মাদ আলীসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সর্বস্তরের মুসল্লীরা এখানে ঈদের নামাজে অংশ নেন। নামাজ শেষে সকল দুর্যোগ থেকে মুক্তি লাভ ও বিশ্বশান্তি কামনায় দোয়া করা হয়। পরে আল্লাহর সন্তুষ্টি কামনায় পশু কোরবানি করা হয়।
এছাড়াও জেলার ১২ টি উপজেলার ২ হাজার ৮২টি ঈদগাহ মাঠ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মুসল্লীরা এসব স্থানে ঈদের নামাজে অংশ নেন।