আবু বক্কর সিদ্দিক,উখিয়া কক্সবাজার:
কক্সবাজারের উখিয়া উপজেলার ২ নং রত্নাপালং ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের হারু ফকির পাড়ায় উখিয়া রেঞ্জের ভালুকিয়া বিটের সরকারি বনভূমির পাহাড় কর্তন করে পাহাড়ের মাটি চলাচল রাস্তায় ফেলে স্থানীয় জনসাধারণের চলাচলের সাতটি পরিবারের দির্গদিনের চলাচলের রাস্তা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে।
বুধবার ১২ ই জুন বিকেলে ঘটনা স্থলে গেলে দেখা মিলে বন বিভাগের যায়গায় সাতটি পরিবারের চলাচল রাস্তা দখল করে বাড়ি নির্মাণ করা হচ্ছে তবে বাড়ি নির্মাণের খবর পেয়ে ভালুকিয়া বন বিভাগ কর্মকর্তা ঘটনা স্থানে গিয়ে নিষিদ্ধ করেন ও কর্যক্রম বন্দ রাখতে বলেনএবিষয়ে মৃত হাছু মোহাম্মদ ছেলে আব্দুল আলম, (৫৩) আবুল হোছন (৩২), ছৈয়দ হোছন (২৫),ও আবুল হোছন স্ত্রী রেহেনা বেগম কে আসামী করে উখিয়া থানায় একটি অভিযোগ দায়ি করেন ভুক্তভোগীরা।
গণমাধ্যম কর্মীদের ভুক্তভোগীরা জানান আমাদের দীর্ঘদিনের চলাচলের রাস্তা দখলে নিতে মরিয়া এই রাস্তা দিয়ে সাতটি পরিবার চলাচল করে আমাদের ছেলে মেয়েরা স্কুল কলেজে যায় এখন সেই পথে বাড়ি নির্মাণ করতেছে তবে এটি বনবিভাগের যায়গা আমরা আমাদের বাচ্চাদের পড়া লেখা ও চলাচলের সার্থে প্রশাসনের সূ দৃষ্টি আকর্ষণ করতেছি আমাদের যাতায়াতের রাস্তাটি যেন পূর্বের মতো চলাচলের রাস্তা চাই ওরা আমাদের কে মেরে ফেলার জন্য হুমকি ও বিভিন্ন ষড়যন্ত্রের পায়তারা চালাচ্ছে। এই বিষয়ে আমরা উখিয়া থানায় একটি লিখত অভিযোগ করি।
এই বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শামীম হোসেন জানান আমরা অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নিব।