মাহাবুল ইসলাম, ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধি:
চলতি বছর মে মাসের মাসিক কল্যাণ সভায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশের বিভিন্ন পর্যায়ের ২১ কর্মকর্তাকে বিশেষ সম্মাননা ও পুরষ্কার প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার (১১ জুন) সকাল সাড়ে ১১টায় ময়মনসিংহ পুলিশ লাইন্স-এ শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সি কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে আয়োজিত অনুষ্ঠানে এ পুরষ্কার প্রদান করা হয়।
পুরষ্কার প্রদান করেন জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা।পুরষ্কারপ্রাপ্তরা হলেন, শ্রেষ্ঠ সার্কেল অফিসার ক্যাটাগরিতে অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) সুমন মিয়া, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ক্যাটাগরিতে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) (১ম) ক্যাটাগরিতে একই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) (২য়) ক্যাটাগরিতে ভালুকা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম, শ্রেষ্ঠ এসআই ক্যাটাগরিতে কোতোয়ালি মডেল থানার এসআই দেবাশীষ সাহা, শ্রেষ্ঠ মামলা নিষ্পত্তিকারী কর্মকর্তা ক্যাটাগরিতে ত্রিশাল থানার এসআই ইকবাল আহমেদ জিন্নাহ, শ্রেষ্ঠ এএসআই ক্যাটাগরিতে কোতোয়ালি থানার এএসআই হুমায়ুন কবির (২), শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার ক্যাটাগরিতে ভালুকা মডেল থানার এএসআই তানভীর হাসান, শ্রেষ্ঠ বিট অফিসার ক্যাটাগরিতে কোতোয়ালি মডেল থানার এসআই শারমীন জাহান শাম্মী, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার ক্যাটাগরিতে ময়মনসিংহ সদরের ট্রাফিক সার্জেন্ট ভক্ত কুমার সেন, খুন মামলার আসামি গ্রেফতার ও রহস্য উদ্ঘাটন ক্যাটাগরিতে ডিবি ওসি ফারুক হোসেন ও তার টিম, আসামি গ্রেফতার ও চোরাই মালামাল উদ্ধার ক্যাটাগরিতে জেলা গোয়েন্দা শাখার এসআই আল্লামা ইকবাল কবির সম্রাট, আসামি গ্রেফতার ও চোরাই মালামাল উদ্ধার ক্যাটাগরিতে নান্দাইল থানার ওসি আব্দুল মজিদ ও তার টিম, খুন মামলার রহস্য উদ্ঘাটন, আসামি গ্রেফতার ও অস্ত্র উদ্ধার ক্যাটাগরিতে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন তার টিম, এর পরের সিরিয়ালেও মামলার আসামি গ্রেফতার ও রহস্য উদ্ঘাটন ক্যাটাগরিতে আনোয়ার হোসেন ও তার টিম পুরষ্কার পেয়েছেন।
এরপর খুন মামলার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেফতার ক্যাটাগরিতে ভালুকা মডেল থানার এসআই নিরুপম নাগ বিপিএম, ডাকাতি প্রস্তুতি মামলার আসামি গ্রেফতার ক্যাটাগরিতে ভালুকা মডেল থানার এসআই মোহাম্মদ নূর কাশেম ও তার টিম, চোরাচালান মালামাল ও মাদক উদ্ধার ক্যাটাগরিতে ধোবাউড়া থানার এসআই জাহিদ হাসান সবুজ, উপজেলা নির্বাচন কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় ১ জনকে আটক ক্যাটাগরিতে যৌথভাবে ভালুকা ট্রাফিক জোনের এএসআই আব্দুর রহিম ও হালুয়াঘাট থানার কনস্টেবল শহিদুল ইসলাম ও চোরাই মালামাল, মাদক উদ্ধার ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ক্যাটাগরিতে ফুলপুর থানার এসআই রবিউল ইসলাম ও তার টিম।
এ খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলের পক্ষ থেকে পুরষ্কারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদেরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।