খুলনার কয়রা উপজেলায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের মধ্যে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন কোম্পানির পক্ষ থেকে বাংলালিংক ডিস্ট্রিবিউশন হাউজ মাওয়া এন্টারপ্রাইজের তত্ত্বাবধানে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (৩ জুন) সকালে কয়রা সদরে মদিনাবাদ মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ত্রাণ বিতরণ করা হয়। এসময় প্রলয়ংকরী ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে ত্রাণ বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে চাল, ডাল, তেল, সাবান, স্যালাইন ও টোস্ট সম্বলিত প্যাকেজ প্রদান করা হয়। অনুষ্ঠানে কয়রা উপজেলার বাংলালিংক ডিস্ট্রিবিউশন হাউজ মাওয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সমাজ সেবক মাছুম বিল্লাহ উপজেলায় বাংলালিংক কোম্পানির সকল প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।