
নাম:অথৈ মজুমদার।এই মেয়েটি গত ৩০/০৫/২০২৪ ইং তারিখে স্কুলের উদ্দেশ্যে বাড়ী থেকে রওয়ানা দেয়। রায়পুর থানার অন্তর্গত ৯ নং দক্ষিন চর আবাবিল ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের দক্ষিন গাইয়ারচর (কামলাগো বাড়ীর) অপু মজুমদারের মেয়ে এবং চর আবাবিল ক্যাম্পের হাট এস.এস.সি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী। সে গত ৩০/০৫/২০২৪ ইং তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ৯ টায় স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেয়।
স্কুলে খোঁজ নিয়ে জানা যায় ওইদিন সে স্কুলে যায় নাই, আত্মীয় স্বজনের বাড়ী এবং সম্ভাব্য সকল স্থানে খুঁজেও কোথাও কোনো হদিস না পাওয়ায় রায়পুর থানায় জিডি করা হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে পরিবার পরিজন এবং এলাকাবাসী বিষয়টি নিয়ে খুবই দুশ্চিন্তাগ্রস্থ এবং উৎকন্ঠায় আছি। সকলের প্রতি বিনীত অনুরোধ কেউ যদি কোনো খোজ পেয়ে থাকেন বা দেখে থাকেন অনুগ্রহ করে এই নাম্বারে যোগাযোগ করে জানাবেন – 01772-985805.