
যশোরের কেশবপুর উপজেলার ১০ নং সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের বার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের লক্ষে ২০২৪-২০২৫ অর্থবছরের উম্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। ৩০শে মে ২০২৪ তারিখ বৃহস্পতিবার সম্ভাব্য এ লিখিত বাজেট ঘোষণা করেন ১০ নং সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা ও বাজেট প্রণয়ন করেন ইউপি সচিব (অতিরিক্ত দায়িত্ব) মোঃ ইমরান শেখ। এসময় উপস্থিত ছিলেন, ১০ নং সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দসহ স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গরা। উক্ত সভায় ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য মোট ০১ কোটি ৭০ লক্ষ ৬০ হাজার ৯৯ টাকার আয় প্রাপ্তি ও ০১ কোটি ৭০ লক্ষ,৪২ হাজার ০৩ শত ৯৯ টাকা ব্যয় এবং উদ্বৃত্ত ১৭ হাজার ০৭ শত টাকার বাজেট উপস্থাপন করা হয়।