
ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের তৃতীয় ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ মে) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়।
বগুড়া: তৃতীয় ধাপে বগুড়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন বিজয়ী হয়েছেন। তিনি প্রায় সাড়ে ১১ হাজার ভোটের ব্যবধানে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও সদর থানা আওয়ামী লীগ সভাপতি আবু সুফিয়ান শফিককে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বেসরকারি ফলাফলে জানা গেছে, সদর উপজেলার মোট ১৪৬টি কেন্দ্রের মধ্যে সবকটি কেন্দ্রের ফলাফলে শুভাশীষ পোদ্দার লিটন আনারস প্রতীকে ৩৫ হাজার ৭৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ১৮৫ ভোট।
শিবগঞ্জ: তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে শিবগঞ্জ আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তা বিজয়ী হয়েছেন, তিনি প্রায় সাড়ে ১৫ হাজার ভোটের ব্যবধানে বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ ফিরোজ আহমেদ রিজুকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বেসরকারি ফলাফলে জানা গেছে, শিবগঞ্জ উপজেলার মোট ১১৪টি কেন্দ্রের মধ্যে ৭৩ টি কেন্দ্রের ফলাফলে আলহাজ্ব মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তা আনারস প্রতীকে ৪৮ হাজার ৭৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ ফিরোজ আহমেদ রিজু মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ২২৬ ভোট।