গাবতলী মডেল থানার অভিযানে বার্মিজ চাকু সহ ০২ আসামী গ্রেফতার।
গাবতলী মডেল থানার এসআই (নিঃ) মোঃ শফিকুল ইসলাম ইসলাম সঙ্গীয় ফোর্র্সসহ ২৪/০৫/২০২৪ তারিখ ২২.০৫ ঘটিকায় গাবতলী থানাধীন সুখানপুকুর ইউপির অন্তর্গত নতুরপাড়া গ্রামস্থ শ্রী দীপ ঘোষ,
পিতা-নব ঘোষ এর আইসক্রীম কারখানার ভিতর উত্তর দুয়ারী টিনের ছাপড়া ঘরের মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ধৃত আসামী ১. শ্রী দীপ ঘোষ (২২), পিতা-নব ঘোষ, সাং-আকন্দপাড়া, থানা-গাবতলী, ২. মোঃ মেহেদী হাসান হৃদয় (২১), পিতা-মোঃ খলিলুর রহমান, সাং-মধ্য দিঘলকান্দি, থানা-সোনাতলা,
উভয় জেলা-বগুড়া’দ্বয়ের হেফাজত হইতে ০১ টি স্টিলের তৈরী বার্মিজ চাকু উদ্ধার করে জব্দ করেন।
এ সংক্রান্তে এসআই (নিঃ) মোঃ শফিকুল ইসলাম বাদী হয়ে ১৮৭৮ সালের অস্ত্র আইনে এজাহার দায়ের করিলে নিয়মিত মামলা রুজু হয় এবং মামলার তদন্তভার এসআই (নিঃ) মোঃ শহিদুল ইসলাম এর উপর অর্পণ করা হয়।